শুরুর আগেই করোনার থাবা পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরে। ইতোমধ্যে দুবাইয়ে করোনা পরীক্ষায় চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়-স্টাফ-অফিসিয়ালসহ ১৩ জন সংক্রমিত হয়েছে। আর এতেই শংকিত হয়ে পড়েছেন অন্যান্য খেলোয়াড়রা। ঠিক তেমনি আসন্ন আইপিএল নিয়ে ভয়ে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
আইপিএলের ত্রয়োদশ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেশ ছাড়ার আগে নিজের শংকার কথা জানান উইলিয়ামসন। চেন্নাই শিবিরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিন্তিত তিনি।
নিউজিল্যান্ডের এক রেডিওতে সাক্ষাৎকারে উইলিয়ামসন জানিয়েছেন, ‘চেন্নাই শিবিরে সংক্রমণের খবর পেয়েছি। সত্যি খুব উদ্বেগজনক বিষয়। করোনায় কেউ আক্রান্ত হয়েছে, তা কেউ শুনতে চায় না। এতে শংকা-ভয় বাড়ে। তবে আশা করছি এক সপ্তাহের মধ্যে সকলেই সুস্থ হয়ে উঠবেন।’
ভয়-শঙ্কা নিয়েই দলের সাথে যোগ দিতে হবে বলে জানান উইলিয়ামসন। তিনি বলেন, ‘ভয় তো লাগছেই। তারপরও দলের সাথে যোগ দিতে হবে। সকল স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। অনেক বেশি সতর্ক থাকতে হবে আমাদের সকলকে। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে হবে। কোনভাবেই নিয়ম ভাঙ্গা যাবে না। অতিরিক্ত সতর্কতা মেনেই এবার সানরাইজার্স শিবিরে যোগ দিতে হচ্ছে।’
কড়া প্রটোকল ও রুদ্ধদার স্টেডিয়ামে খেলাটা পছন্দ নয় উইলিয়ামসনের। কিন্তু সকলের ভালোর জন্য এমনটাই করতে হচ্ছে। তবে গ্যালারি দর্শকদের মিস করবেন তিনি, ‘সারা বিশ্বের পরিস্থিতি এক। সবাই করোনা নিয়ে আতঙ্কিত। পরিস্থিতির কারনে বাধ্য হয়েই নিয়মের মধ্যে বাঁধা আমরা। দর্শকরাও মাঠে আসতে পারবে না। তাদের আনন্দ-উল্লাস মিস করবো আমরা।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান