শক্তিশালী টাইফুন ধেয়ে আসছে জাপানের দিকে

শক্তিশালী একটি টাইফুন জাপানের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে তীব্র বাতাস বয়ে যাচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে।
এটি আরো ভয়ংকর রূপ নিতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।
বৃহৎ আকারের ও প্রচন্ড শক্তিশালী টাইফুন হাইশেন কেইশুর নিকটবর্তী ছোট দ্বীপ আমামি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার স্থানীয় সময় সকাল আটটার দিকে ঝড়টি আমামি ওশিমা দ্বীপ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ২৫২ কিলোমিটার।
সোমবার সকালে দক্ষিণ কোরিয়া পৌঁছানোর আগে এটি পশ্চিমাঞ্চলীয় কেউশু উপকূল অতিক্রম করবে।
দেশটির ফায়ার এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সংস্থা কেইশু অঞ্চলের দুই লাখেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
ঝড়ের কারণে ৫২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে।