শক্তিশালী ব্যাটারির নতুন ফিচার ফোন এনেছে ওয়ালটন। ‘পি১২’ মডেলের এ ফিচার ফোনে ব্যবহার হয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লি-আয়ন ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেবে। ডিভাইসটির মূল্য ১ হাজার ২৭০ টাকা।
ওয়ালটন সূত্রমতে, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা বা গান শোনা যাবে এ ফিচার ফোনে। এতে পাওয়ার সেভিং মোড রয়েছে। কয়েকটি রঙে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।
ওয়ালটনের সেলুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, ‘পি১২’ মডেলের ফিচার ফোনে একসঙ্গে দুটি সিম ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে ২ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে আছে। এতে বিশেষ ফিচারের মধ্যে ডিজিটাল ক্যামেরা, এমপি থ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার আছে। এছাড়া বিল্ট-ইন অ্যান্টেনা ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও আছে, যা চলবে ইয়ারফোন অথবা হেডফোন ছাড়াই। ডিভাইসটিতে সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করা যাবে।
বিরক্তিকর ও অনাকাক্সিক্ষত কল আসা বন্ধে এ ফোনে বিল্ট-ইন ব্ল্যাকলিস্ট ফিচার আছে। ব্লুটুথ থাকায় ফাইল আদান-প্রদান করা যাবে সহজে। ডিভাইসটিতে অটোমেটিক কল রেকর্ডিং সুবিধা আছে।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭