শক্তিশালী ব্যাটারির ফোন আনছে শাওমি

চীনের জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি শক্তিশালী ব্যাটারির একটি নতুন ফোন বাজারে আনছে। ফোনটির মডেল শাওমি রেডমি এসটু। এটি একটি বাজেট স্মার্টফোন। এতে ৪২০৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।

চীনা গণমাধ্যমে জানিয়েছে, সম্প্রতি শাওমি এসটুর তথ্য ও ছবি ফাঁস হয়েছে। এর আগে এই ফোনটি চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএতে দেখা গেছে।

জানা গেছে, মিড লেভেলের ফোন হলেও এতে হাই-রেজুলেশনের ক্যামেরা থাকছে। এতে ৫.৯৯ ইঞ্চির আইপিএস ডিসপ্লে থাকছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। রেজুলেশন ১৪৪০x৭২০ পিক্সেল। ফোনের ভেতরে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট। ৩ জিবি র‌্যামের এই ফোনটিতে ৩২ জিবি রম রয়েছে।

এস টুতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। এর একটি ১২ মেগাপিক্সেলের। অন্যটি ৫ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।

অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত শাওমির আপকামিং এই ফোনে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ ফোনটি শিগগিরই বাজারে আসছে।

আজকেরবাজার/এস