নিউজিল্যান্ডের কাছে একটি শক্তিশালী ভুমিকম্প আঘাত হানলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাশাপাশি ওই এলাকায় সুনামিরও কোনো অশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপের তথ্যানুসারে, সোমবার কের্মাডেক দ্বীপ এলাকায় আঘাত আনা ৬.৯ মাত্রর ভূমিকম্পটির কেন্দ্রস্থল অকল্যান্ড থেকে ৭৭৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
প্যাসিফিক সুনামি সতর্ক কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, ভূমিকম্পের পর সেখানে কোনো ধরনের সুনামী হওয়ার সম্ভাবনা দেখছেন না তারা।
এদিকে এদিন সকালেও সোলোমান দ্বীপ এলাকায় ৬.৫ মাত্রার অপর একটি শক্তিশালী ভূমিম্প হয়। তাতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়।
নিউজিল্যান্ড এবং সলোমান দ্বীপপুঞ্জ ‘রিং অব ফায়ার’-এর ওপর থাকায় ওই অঞ্চলে মাঝে মধ্যে ভূমিকম্প অনভূত হয়।
আজকে বাজার/এএল