কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশের পূর্ব-দক্ষিণে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। তবে এবারো ত্রাতা সুন্দরবন। দেশের উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
পটুয়াখালীতে নৌকা ডুবে শাহ আলম মীর নামে একজন ও গাছ ভেঙে পড়ে রাশেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃষ্টিতে দেয়াল চাপা পড়ে শাহজাহান মোল্লা নামে
প্রাণ গেছে একজনের। এছাড়া বেড়িবাধ ভেঙে অন্তত ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তার উপড়ে ভেঙে পড়েছে গাছপালা।
বরিশালে উপকূলীয় এলাকার তীরবর্তী নিম্নাঞ্চল ও চর ডুবে গেছে তিন থেকে পাঁচ ফুট পানিতে।
নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের পানি ঢুকে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
বাগেরহাটের শরণখোলায় বেড়িবাধের বাইরে পানির চাপে ভেঙে গেছে, পুরাতন রাস্তার একাংশ। ঝালকাঠি শহরে গাছ উপড়ে ঘরবাড়ি ও দোকানঘর বিধ্বস্ত হয়েছে।