শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ের সোমবার (২০ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘বৈঠকের শুরুতে মন্ত্রিসভা শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বাংলাদেশের শততম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।’
কলম্বোর পি সারা ওভালে স্বাগতিকদের বিপক্ষে শততম টেস্টে রবিবার ৪ উইকেটের জয় তুলে নেয় সফরকারী বাংলাদেশ।