আগামীকাল বৃহস্পতিবার থেকে ইউভি কিউরিং বার্নিশের প্রলেপ দেয়া নতুন ১০০ টাকার নোট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে জানানো হয়, নতুন এ ব্যাংক নোট হবে দীর্ঘস্থায়ী ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত। সেই সাথে বিদ্যমান নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো উন্নত করে এর নকশা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর থাকা ১৪০ মিলিমিটার x ৬২ মিলিমিটার আয়তনের এ নোট ৭ মার্চ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ইস্যু করা হবে এবং পরে তা দেশের অন্য সব কার্যালয়ে পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়, নতুন ১০০ টাকার নোটে প্রচলিত নোটের নকশা ও রঙ অপরিবর্তীত থাকবে। তবে নতুন নোটের উভয় পাশে বার্নিশের প্রলেপ দেয়া হবে। যার ফলে এটি চকচকে অনুভূত হবে এবং স্থায়িত্ব বাড়বে।
নতুন নোটটি তুলনামূলক কম নোংরা এবং এতে কিছু লেখা কঠিন হবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, নোটের রঙ, নকশা এবং জলছাপ, ওভিআই কালিতে লেখা ১০০, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি বিন্দু, মাইক্রো প্রিন্ট ও খসখসে লেখার মতো নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে।
নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০ টাকার নোট দেশে চালু থাকবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
আজকের বাজার/এমএইচ