পবিত্র সংবিধান ও দেশের সার্বভৌমত্বে সেনাবানীনিকে ঐক্যবদ্ধভাবে অভ্যন্তরীণ ও বিদেশী শত্রুদের মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সাংবিধানিক ও গণতন্ত্রধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণ কাজে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে লেবুখালিতে নবনির্মিত সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পটুয়াখালী ১৪ প্রকল্পের উদ্বোধন ও ১ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের সেবায় বিশ্বাসী। নবনির্মিত ‘শেখ হাসিনা সেনানিবাস’ দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। কাজেই সে সক্ষমতা বাংলাদেশ আজ পেয়েছে। আমাদের লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা। কারণ আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবো। ইনশাআল্লাহ।
মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে জাতির কল্যাণে কাজ করতে অধিক মনোযোগী হতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় নিরাপত্তা ও কৌশলগত কারণে দক্ষিণাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখানে এর আগে কখনও কোনো সেনানিবাস ছিল না। নতুন স্থাপিত এই সেনানিবাসের ফলে দক্ষিণাঞ্চলের সম্ভাবনাকে যেমন কাজে লাগানো যাবে প্রতিরক্ষার ক্ষেত্রেরও বড় ধরণের পরিবর্তন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আজকেরবাজার : আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮