ইনজুরিতে পড়লেও শনিবারের ম্যাচে লিওনেল মেসিকে পাবার কথা জানিয়েছে বার্সেলোনা।
সোমবার মাংস পেশির ইনজুরি থেকে সুস্থ হয়ে অনুশীলনেও যোগ দিয়েছেন এলএম টেন। প্রায় তিন মাস বন্ধ থাকায় অনুশীলনে নেমে পায়ের মাংস পেশির ইনজুরিতে পড়েন মেসি। এরপর পুনরায় শুরু হতে যাওয়া লিগের ১ম ম্যাচে তাকে পাওয়া নিয়ে জাগে শংকা। তবে কাতালানদের সে শংকা উড়িয়ে দিয়ে সোমবার অনুশীলন করে তিনি। শনিবার মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।