ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ ঘোষণা করেছে যে যাত্রীদের চাপ বিবেচনা করে আগামী শনিবার থেকে পিক আওয়ারে মেট্রো ট্রেন প্রতি ৮ মিনিট অন্তর অন্তর চলাচল করবে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ট্রেনগুলো পিক আওয়ারে প্রতি আট মিনিটে এবং অফ-পিক আওয়ারে প্রতি ১০-১২ মিনিট অন্তর অন্তর চলাচল করবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্্েরা ট্রেন এখন সকাল ৭:১০ থেকে ১১:৩০ পর্যন্ত (পিক আওয়ার) প্রতি ১০ মিনিট অন্তর অন্তর, ১১:৩১ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত (অফ-পিক) প্রতি ১২ মিনিট অন্তর অন্তর এবং বিকাল ৪:০১ থেকে রাত ৮:০০ পর্যন্ত (পিক) প্রতি ১০ মিনিট অন্তর অন্তর চলাচল করছে। (বাসস)