রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামী শনিবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পরিকল্পনা করছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার মিয়ানমার টাইমস এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিন্ট থু এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই দলে থাকছেন মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং রাখাইনে পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের ইউনিয়ন এন্টারপ্রাইজ ফর হিউম্যানিটেরিয়ান অ্যাসিসট্যান্স বিভাগের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমরা প্রত্যাবাসন কার্যকরের বিষয়টি ব্যাখ্যা করবো এবং স্বেচ্ছায় ফেরত আসার প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহ দিব।’
প্রতিনিধি দলের সদস্য ইউ কো কো নাইং জানান, তিনদিনের সফরে তারা রোহিঙ্গা শিবিরে থাকা পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন।
তিনি বলেন, ‘ফেরত আসাদের জন্য আমরা কী ধরণের প্রস্তুতি নিচ্ছি তার বিস্তারিত বিবরণ আমরা তাদের কাছে তুলে ধরব।’
প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে বিস্তারিত তথ্য মঙ্গলবার বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ