আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল আট টায় সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট দেবেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিজের ভোট দেবেন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।
বৃহস্পতিবার দুপুরে শেখ ফজলে নূর তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়ক কর্মকর্তা তারেক সিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকা সিটি বিভক্ত হওয়ার পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দ্বিতীয় ও উত্তরে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ ফেব্রুয়ারি।
দুই সিটিতে নব সংযুক্ত ৩৬ ওয়ার্ডসহ মোট ১২৯ ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
আজকের বাজার/এমএইচ