এক মাস সংযম পালনের পর ঘনিয়ে এসেছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। করোনা মহামারির মধ্যেই পালিত হবে এবারের ঈদ। ঈদ কবে অনুষ্ঠিত হবে তা জানা যাবে আগামীকাল শনিবার।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।
এই সভার সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের আকাশে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোববার ঈদ হবে, আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে সোমবার।
বাংলাদেশের আকাশে কোথায়ও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এবারের ঈদুল ফিতরের নামাজ ঈদ গাহে হবে না। স্থানীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হব। সেখানে কয়েক ধাপে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। করোনাভাইরাস থেকে বাঁচার জন্য সবাইকে এ নির্দেশনা অনুস্বরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।