শনিবার ৪ প্রতিষ্ঠানের এজিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে আগামী ৮ ডিসেম্বর শনিবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হল: প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড,ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি),রংপুর ডেইরী এন্ড ফুড প্রডাক্টস লিমিটেড,জিলবাংলা সুগার শিলস লিমিটেড।

এদের মধ্যে, প্যারামাউন্ট টেক্সটাইলের এজিএম সকাল ১০টায় রাজধানীর গুলশান-১ এর ৭ নং রোডের ১৯ নং বাসার স্পেকট্রা কনভেনশন সেন্টারের কিংস হলে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৭ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড সুপারিশ করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

আইসিবির এজিএম সকাল সাড়ে ১০টায় রাজধানীর দিলখুশা এলাকায় হোটেল পুরবী ইন্টারন্যাশনালের জলশাঘরে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে ৩০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

রংপুর ডেইরীর এজিএম সকাল ১১ টায় রংপুওে ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছওে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।

জিলবাংলা সুগারের এজিএম সকাল ১১টায় জামালপুরের শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

 

 

আজকের বাজার /মিথিলা