শনিবার ৯কোম্পানির এজিএম

 পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)  শনিবার,২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-  আইসিবি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শাইন পুকুর সিরামিক, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো সিনথেটিকস, ইমাম বাটন,  রংপুর ডেইরি অ্যান্ড ফুড (আরডি ফুড), ফাইন ফুডস এবং এপোলো ইস্পাত লিমিটেড।

আইসিবি

এ কোম্পানির এজিএম সকাল সাড়ে ১০টায়, জলসাঘর, হোটেল পূরবী ইন্টারন্যাশনাল, দিলকুশা ঢাকায়  অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

এ কোম্পানির এজিএম সকাল ১০টায়  বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারাবো, কাশিমপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানি বেক্সিমকো ফার্মা সিটিউক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শাইন পুকুর সিরামিকস

এ কোম্পানির এজিএম বেলা ১১টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারাবো, কাশিমপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

বেক্সিমকো লিমিটেড

এ কোম্পানির এজিএম দুপুর ১২টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারাবো, কাশিমপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

বেক্সিমকো সিনথেটিকস

এ কোম্পানির এজিএম দুপুর ১টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারাবো, কাশিমপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।

ইমাম বাটন

এ কোম্পানির এজিএম আজ সকাল ১০টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, ৪৯/এ, ফৌজদারহাট হেভি আই/এ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি।

আরডি ফুড

রংপুর ডেইরি অ্যান্ড ফুডের (আরডি ফুড)বেলা ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গণ, সালাজপুর, রংপুরে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে রংপুর ডেইরি  অ্যান্ড ফুড প্রডাক্টস বা আরডি ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

ফাইন ফুডস

এ কোম্পানির এজিএম দুপুর ১২টায়, প্রোজেক্ট-১, মন্ডলভোগ, মানিকখালী, কটিয়াদি, কিশোরগঞ্জে অনুষ্ঠিত  হয়েছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানি ফাইন ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এপোলো ইস্পাত

এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়েছে  বেলা ১১টায়, ফিনিক্স পাওয়ার-২, ৪০৮, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ঢাকা ।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আজকের বাজার:এসএস/২৩ডিসেম্বর ২০১৭