রাজধানীর শনির আখড়া বাগানবাড়ি এলাকার একটি রঙের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ৪০ মিনিট চেষ্টায় বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টা ৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অধিদফতর। এরপর আগুন নিয়ন্ত্রণে একে একে পাঠানো হয় সাতটি ইউনিট। সর্বশেষ বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
আজকের বাজার/এ.এ