তুরস্কের রাজধানী আঙ্কারার পার্লামেন্ট ভবনে প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আল জাজিরা’র।
সোমবারের (৯ জুলাই) এ শপথ গ্রহণের মাধ্যমে দেশটি পার্লামেন্ট পদ্ধতির শাসন থেকে প্রেসিডেন্ট শাসিত সরকারের দিকে গেল।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তিনি নতুন সরকার পদ্ধতির মাধ্যমে তুরস্ককে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন।
গত মাসের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান তিনি। আগে পার্লামেন্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলেও এখন থেকে প্রেসিডেন্টই সর্বময় ক্ষমতার অধিকারী।
উল্লেখ্য, দেশটিতে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হয়েছে। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নিয়োগ এবং ক্ষমতাচ্যুত করতে পারবেন।
আজকের বাজার/একেএ