নানা টানাপোড়নের মধ্য দিয়েই মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে সুলতান মনসুরকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি ও গাজী মোহাম্মদ শাহনেওয়াজ।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ মার্চ জাতীয় সংসদের স্পিকারের কাছে এক চিঠিতে ৭ মার্চ শপথ গ্রহণের আয়োজন করতে অনুরোধ করেন মৌলভীবাজার-২ থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।
তবে গণফোরামের অপর সংসদ সদস্য মোকাব্বির খান (সিলেট-২) আজকের শপথ অনুষ্ঠানে যোগ দিবে না বলে দলের পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখান করায় দলটির এই সংসদ সদস্য শপথ নিবেন না।
প্রসঙ্গত, বিএনপির নির্বাচিত ৬ জন সাংসদও একাদশ সংসদে যোগদান না করার বিষয়ে অনড় রয়েছেন। বিএনপি ও গণফোরামসহ তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে ‘ভোট ডাকাতি’, অনিয়ম ও একতরফা নির্বাচনের অভিযোগ এনে ওই নির্বাচন প্রত্যাখান করেছেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ