প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ গ্রহণ করলেন রংপুর সিটির নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকাল ১০.৪০ মিনিটে গণভবনে এ শপথ গ্রহণ করেন তিনি।
গত ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন জাতীয় পার্টির এই প্রার্থী। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ প্রার্থী ও বিদায়ী মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
ওইদিন রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে একটি কেন্দ্রে ইভিএমে পরীক্ষামূলকভাবে ভোটগ্রহণ করা হয়।
উল্লেখ, রংপুর সিটিতে এটি দ্বিতীয় সিটি করপোরেশন নির্বাচন। তবে এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র পদে এখানে নির্বাচন হলো। এর আগে রংপুর সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন মোস্তাফিজার রহমান মোস্তফা।
আজকের বাজার:এলকে/১৮ জানুয়ারি ২০১৮