রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নতুন নির্বাচিত দুই মেয়র এবং কাউন্সিলরবৃন্দ শপথ গ্রহণ করেছেন।
বুধবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।
দুই সিটির নির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জাফর আহমেদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে রাজশাহী ও সিলেটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন হয়। রাজশাহীতে মেয়র ও ৪০ জন কাউন্সিলর এবং সিলেটে মেয়র ও ৩৬ জন কাউন্সিলর নির্বাচিত হন।
আজকের বাজার/এমএইচ