শপথ নিলেন দেশের ২২তম প্রধান বিচারপতি

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিচারপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, চিপ হুইপ, সুপ্রিম কোর্টের বিচারক, অ্যাটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবীবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনী প্রধানগণ এবং আইজিপি উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। শুক্রবার প্রধান বিচারপতি পদে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রসঙ্গত, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি (আওয়ামী লীগ সরকারের আমলে) হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন। ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি ওই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সঙ্গে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ অক্টোবর ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। এরপর থেকে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার পর শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি।

গত ১০ নভেম্বর প্রধান বিচারপতি এসকে সিনহা সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠান। ১৪ নভেম্বর পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির দফতর তা আইন মন্ত্রণালয়ে পাঠায়।

আজকেরর বাজার: সালি / ০৩ ফেব্রুয়ারি ২০১৮