জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা

শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে চার্জশিট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা।

এ মামলায় অপর তিন আসামি , যুক্তরাষ্ট্র প্রবাসী জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুইয়ার বিরু্ধে গ্রেফতারি পোয়ানা জারি করা হয়েছে।

আদালতের পল্টন থানার জিআর শাখার কর্মকর্তা জাহিদ মিয়া চার্জশিট দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ৬ মার্চ চার্জশিটটি আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারির আদালতে তোলা হয়।

এ মামলায় মাহমুদুর রহমান মঙ্গলবার ৬ মার্চ আদালতে হাজিরা দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালের ৪ আগস্ট পল্টন থানায় একটি জিডি করেন ডিবির পরিদর্শক ফজলুর রহমান। পরে জিডিটি মামলা হিসেবে রুজু করা হয়।