আগামী ২১ এপ্রিল ২০১৯ খ্রি. রবিবার (১৪ শাবান ১৪৪০ হিজরী) দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে।
পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম আগামী ২১/০৪/২০১৯ খ্রি. তারিখ সন্ধ্যা ০৬.০০ টা হতে ২২/০৪/২০১৯ খ্রি. তারিখ ভোর ০৬.০০ টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।
সম্মানিত নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করেছে ডিএমপি।
সূত্র – ডিএমপি নিউজ