বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন শান্ত, বিএনপির মতিয়ার রহমান খান ও জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ৮৯ হাজার ৩৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৪৪ হাজার ৬০২ জন পুরুষ ও ৪৪ হাজার ৭৩৫ জন নারী ভোটার রয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানির্ং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ জানান, ৩৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি সাধারণ, গুরুত্বপূর্ণ ১৬টি ও অধিক গুরুত্বপূর্ণ ১৩টি ভোট কেন্দ্র রয়েছে। সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ১৬ থেকে ১৭ জন করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। স্টাইকিং ফোর্স, মোবাইল টিম, ৩ প্লাটুন বিজিবি, ৬টি র্যাব টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন গত বছর ৫ ডিসেম্বর মারা যাওয়ায় পদটি শূন্য হয়।