শরিয়তপুর সদর উপজেলার দেহভোগ এলাকায় সোমবার ভোর রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ নিহতদের নাম রাসেল ও জাহাঙ্গীর বলে জানালেও তাদের বিস্তারিত পরিচয় জানায়নি। তবে, পুলিশের ভাষ্য, ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা ডাকাত দলের সদস্য।
পুলিশ জানায়, একদল ডাকাত ঘটনাস্থলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলিতে তারা পিছু হটে।
পরে ঘটনাস্থল তল্লাশি করে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তিন সদস্য আহত হবার কথা জানালেও তারা কোথায় চিকিৎসা নিয়েছেন তা নিশ্চিত করেনি পুলিশ।
আজকের বাজার/এমএইচ