দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ রোববার সকাল ৮টা থেকে জেলার তিনটি আসনের ৩৭৮টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫৩ হাজার, মহিলা ভোটার ৫ লাখ ১০ হাজার ৭৬৭ ও হিজড়া ভোটার ১৫ জন। তিনটি আসনে ১৩টি দলের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। শরীয়তপুর—১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী ইকবাল হোসেন অপুসহ পাঁচজন, শরীয়তপুর—২ আসনে নৌকা প্রার্থী একেএম এনামুল হক শামীম ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীসহ (স্বতন্ত্র, ঈগল প্রতীক) ১০ জন এবং শরীয়তপুর—৩ আসনে নৌকা প্রার্থী নাহিম রাজ্জাক সহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘœ ও করতে জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনায় পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী ও র্যা ব নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত আছেন। রয়েছে ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ভ্রাম্যমাণ টহল দল।