জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান প্রেক্ষাপটে শরীয়তপুরের সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও অহিংস রাখতে মতবিনিময় করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু, পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুদ্দিন গিয়াস, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্ধ, সাংবাদিকগণ ও জেলার সকল দপ্তর প্রধানগণ বক্তব্য মতামত ব্যক্ত করেন। (বাসস)