জেলায় আজ এইচপিভি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর কালেক্টরেট পাবলিক হাই স্কুল সভাকক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ জরায়ু ক্যান্সার প্রতিরোধে
টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন এসপি মোঃ মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা আবুল হাদি মোহাম্মাদ শাহ পরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, পৌর মেয়র পারভেজ রহমান জন প্রমুখ।
জরায়ু ক্যান্সার প্রতিরোধে প্রথম পর্যায়ে আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে তার আগামী ১৮ কর্মদিবসে জেলার ৫ম থেকে ৯ম শ্রেনীর (১০-১৪ বছরের) ৬৮ হাজার ৯১৫ জন কিশোরীকে এ টিকা প্রদান কার্যক্রম বিরতিহীনভাবে চলবে।
এসময় জানানো হয় এ টিকা জরায়ু ক্যান্সার প্রতিরোধে ৯০ শতাংশেরও অধিক কার্যকর। (বাসস)