শরীয়তপুরে বিশ্ব এইডস দিবস পালিত

‘কমিউনিটির আমন্ত্রণ এইডস হবে নিয়ন্ত্রণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শরীয়তপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বেলা ১১টায় শরীয়তপুর সদর হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গাজী শরীফুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: হাবিবুর রহমান, কনসালটেন্ট শিশু ডা. রাজেশ মজুমদার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: মাহবুবুর রহমা প্রমুখ। এসময় স্বাস্থ্য বিভাগ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সংবাদকর্মী, এনজিও প্রতিনিধিসহ সচেতন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণসচেতনতা বৃদ্ধিই পারে আমাদেরকে এ মরনব্যাধি এইডস সংক্রমণের হাত থেকে রক্ষা করতে। এ মরণ ব্যাধি প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীসহ সমাজের সকল শ্রেণী-পেশার লোকদেরকে বিশেষ ভূমিকা পালন করার আহ্বান জানান। (বাসস)