শরীয়তপুরে শুরু হয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’। আজ রোববার বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ফখরুদ্দিন হায়দার, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি, দাবা, সাঁতার, কারাতে, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকসসহ ২৪টি ইভেন্টে জেলার ছয় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করছে। আগামী ১০ জানুয়ারি শেষ হবে এই প্রতিযোগিতা। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান