শরীয়তপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরীয়তপুরের সখিপুরে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার(৮ জুলাই) উপজেলার চরমহিষখালী ঢালীকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোঃ দিপু হাসান (২২)। দিপু হাসান ওই গ্রামের মোঃ মোহন সিংয়ের ছেলে।

সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। সোমবার (৯ জুলাই) সকালে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

আজকের বাজার/একেএ