শরীয়তপুরে নতুন করে আরও ৩৯ জনের করোনা শনান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১১ জন।
সোমবার রাতে শরীয়তপুর সিভিল র্সাজন ডা. আব্দুল্লাহ আল মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে সদর উপজেলার ২১ জন, গোসাইরহাটের ছয়, নড়িয়ার চার, জাজিরার এক, ডামুড্যায়ের তিন ও ভেদরগঞ্জ উপজেলার চারজন রয়েছেন।
সিভিল সার্জনের তথ্য মতে, শরীয়তপুরে করোনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ২২৪ জন।
এ পর্যন্ত জেলায় নমুনা সংগৃহীত হয়েছে ৫ হাজার ২৭৩ টি এবং ফলাফল হাতে এসেছে মোট ৪ হাজার ৭৭০টি।