শরীয়তপুর সদর উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। প্রচণ্ড গরম আর বাজারের খোলা খাবার খেয়ে গত দুদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দায় অনেক রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে।
রোগীদের চিকিৎসায় ওয়ার্ডে কোনো ডাক্তার দেখা না গেলেও রয়েছেন নার্স। তারাই এসব রোগীর চিকিৎসা দিচ্ছেন।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে প্রচণ্ড গরম পড়ায় হাসপাতালে প্রায় শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশু, যুবক ও বৃদ্ধ মানুষ রয়েছেন।
এ ছাড়া ডায়রিয়া ওয়ার্ডে নেই পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা। বাইরে থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে আনতে হচ্ছে রোগীর স্বজনদের। ওয়ার্ডটিতে পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমে কষ্ট হচ্ছে রোগীদের।
শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা খোকন বলেন, প্রচণ্ড গরম আর খাবারের সমস্যার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। রোগীদের চিকিৎসায় আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
আজকের বাজার/আরআইএস