জেলা সদর ও জাজিরা উপজেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৯০।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ আজ সকাল ১০ টায় বাসস’কে জানান, গত ২৪ ঘন্টায় ৫ টি নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। এ পর্যন্ত ২ হাজার ৪১০টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এই পর্যন্ত ২ হাজার ২১৩ টি পরীক্ষার রিপোর্ট আমরা পেয়েছি। যার মধ্যে ২ হাজার ১২৩টি নেগেটিভ ও ৯০টি পজেটিভ পাওয়া গেছে।
তিনি জানান, আক্রান্ত ৯০ জনের মধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন এবং ৩৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বর্তমানে আক্রান্ত ৫৪ জনের মধ্যে ১ জন শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন। বাকি ৫৩ জনকে নিজ বাড়িতে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা প্রদান করা হচ্ছে।