‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’শীর্ষক শ্লোগানে নিরাপদ মোবাইল ব্যাংকিং নিশ্চিত করার লক্ষ্যে আজ মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে শরীয়তপুর জেলা পুলিশ।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলার পালং মডেল থানার আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বিকাশ ডিস্ট্রিবিউশন শরীয়তপুরের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন প্রমূখ। মতবিনিময়ে জেলার মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের চারশতাধিক প্রতিনিধি অংশগহন করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান