পদ্মা নদীর পানি বাড়া অব্যাহত থাকায় শরীয়তপুরে নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
ঘরবাড়ি হারানোর ভয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন এসব এলাকার মানুষ। জেলায় আজও প্রায় ৩০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
রোববার (৮ জুলাই) সকাল থেকে সোমবার(৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভাঙনের কবলে পড়েছে, নড়িয়া উপজেলার শেখ কান্দি ও ওয়াবদা বাজার গ্রামের ৩০টি বসতভিটা।
জাজিরা উপজেলার ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে বাঁচতে ঘরবাড়ি ভেঙ্গে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন প্রায় ৪শ' মানুষ। দ্রুত ভাঙন ঠেকাতে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।
আজকের বাজার/আরআইএস