শরীয়তপুরে পাটক্ষেতে মিলল ভ্যানচালকের মরদেহ

Shariatpur

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলের পাটক্ষেত থেকে নিখোঁজের ৩ দিন পর এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম খলিল ফকির (৩৫)। তিনি জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ফজলু মাদবর কান্দি গ্রামের আয়নাল ফকিরের ছেলে।

বুধবার (৪ জুলাই) রাতে উপজেলার বিকেনগর বিলের ধারের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভ্যানচালকের স্ত্রী রসমালা বলেন, স্বামী খলিল ফকির সোমবার সকালে ভ্যান নিয়ে রোজগারের উদ্দেশ্যে বের হন। ওই দিন রাত ১২টায় আমার সঙ্গে শেষ কথা হয়। তখন তিনি শিবচর আছেন বলে আমাকে জানান। এর পর তিনি আর বাড়ি ফিরেননি।

বুধবার সন্ধ্যায় তার লাশ বিকেনগর বিলের ধারে লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানান। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

স্থানীয়রা জানান, খলিল ফকিরকে কে বা কারা কুপিয়ে হত্যা করে একই উপজেলার বিকেনগর বিলের মাঝখানে পাটক্ষেতের নিকট লাশ ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায়। তিন দিন পর বুধবার রাতে স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে জাজিরা থানায় খবর দেন।

জাজিরা থানার ওসি মো. এনামুল হক জানান, তিন দিন আগে ভ্যানচালক খলিল ফকির বাড়ি থেকে একটি নতুন ভ্যান নিয়ে বের হন। এর পর তার কোনো খোঁজ মেলেনি।

বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আজকের বাজার/একেএ