শরীয়তপুরে জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভোক্তা-অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। অতিরিক্ত জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো: খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী প্রমুখ। সেমিনারে জেলার বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, চেম্বার অব কমার্সসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা ভোক্তাদের অধিকার সংরক্ষণে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন হওয়ার জন্য আহবান জানান।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর সুত্র জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণে ২০১৯-২০ অর্থ বছরে এ পর্যন্ত ৪১টি অভিযান পরিচালনা করে ৭৩টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। খবর:বাসস
আজকের বাজার/আখনূর রহমান