সদর উপজেলার ১ হাজার ৪০০ বন্যা কবলিত দুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিয়ট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জেলার নদী ভাঙ্গন ও বন্যাকবলিত দুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শরীয়তপুর শিল্পকালা একাডেমি চত্বরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের সহ-সভাপতি নুর মোহাম্মদ কোতোয়ালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল ও ৫০০ গ্রাম সুজি।