জেলায় সপ্তাহব্যাপি এসএমই মেলা আগামি বুধবার শুরু হবে এবং তা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। জেলা প্রশাসন, বিসিক শরীয়তপুর, জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের আয়োজনে এ মেলা আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ রোববার দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবিদা আফসারী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুর রহমান শেখ, শরীয়তপুরে বিসিক-এর উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন প্রমূখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান