শরীয়তপুরে ৮৪ জেলের দন্ড

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৭০ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১৪ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার আজ বুধবার সকাল ১১ টায় বাসস’কে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় মা ইলিশ রক্ষায় ১৩ টি অভিযানে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৮৪ জেলেকে আটক করে কারাদন্ড ও অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ লক্ষ ২৮ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ১১৪ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ মা ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ এবং নৌ-পুলিশের নিচ্ছিদ্র অভিযান ও কঠোর পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।