গত ২৪ ঘন্টায় বিভিন্ন আক্রান্ত জেলা থেকে আসা ৭০ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। জেলায় এখন মোট কোয়ারেন্টাইনে আছেন ৮৫১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আব্দুর রশিদ বাসস’কে জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন আক্রান্ত জেলা থেকে আসা ৭০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় এখন মোট হোম কোয়ারেন্টাইনে আছে ৮৫১ জন।
তিনি জানান, এ পর্যন্ত প্রেরিত নমুনার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩৮৪ টির মধ্যে ৩৬৪টি নেগেটিভ ও ২০টি পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত ২০ জনের মধ্যে গতকাল একজনের মৃত্যু হওয়ায় বাকি ১৯ জনের মধ্যে একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য ১৮ জনকে সংক্রমণ প্রতিরোধে নিজ বাড়িতে নিবিড় আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।