শরীয়তপুর পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান। আয়-ব্যয় সমান ধরে ২০২১-২২ অর্থ বছরের বাজেট ধরা হয়েছে ৫৪ কোটি ৬০ লাখ ৩৮ হাজার ৭২৪ টাকা। বাজেটে নিজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭২৪ টাকা এবং অন্যান্য উৎস থেকে ধরা হয়েছে ৪০ কোটি ৮৫ লক্ষ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সচিব মো: এনামুল হক, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো: বাচ্চু বেপারী, পৌরসভার কাউন্সিলর,ও সংরক্ষিত কাউন্সিলরগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান