শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষকে অর্থ আত্মসাতের দায়ে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের বিশেষ আদালত। দুদকের করা এ মামলায় একইসঙ্গে তাকে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তের নাম আব্দুল হাই (৫৫)। রায় ঘোষণাকালে তিনি এজলাসে উপস্থিত ছিলেন।
সোমবার (২১ মে) দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন।
ফরিদপুরের আইনজীবী মজিবুর রহমান জানান, আব্দুল হাই হিসাবরক্ষক থাকাকালে ১৯৯৮-১৯৯৯ অর্থবছরে ঠিকাদারদের বিল থেকে আয়কর ও ভ্যাটের জন্য কর্তনকৃত মোট ছয় লাখ ৬৮ হাজার ১১১ টাকা সরকারি খাতে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ব্যাপারে দুদক বাদী হয়ে মামলা করলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ সাজা দেন।