তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে সারা হোসেন বলেন, গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বিব্রতবোধ করেছিলেন। পরে প্রধান বিচারপতি উক্ত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠান। সে অনুসারে সোমবার শুনানি হয়। মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে শহিদুল আলমের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রসঙ্গত, রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গত ৫ আগস্ট রাতে শহিদুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শহিদুলের বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে এই মামলায়।
আজকের বাজার/এমএইচ