শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি আগামী সপ্তাহে

আগামী সপ্তাহের প্রথম দিকে আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি হবে বলে জনিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের  এ মামলার শুনানি গ্রহণের কথা জানান।

আদালতে শহিদুল আলমের জামিন আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন তার আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।

তখন আদালত বলেন, আমরা শহিদুল আলমের বিষয়ে আপিল বিভাগ ও হাইকোর্টের ডিসিশনগুলো দেখি। তারপর আগামী সপ্তাহের প্রথম দিকে শুনানি করা যাবে। এ সময় ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া উপস্থিত ছিলেন।

এর আগ মঙ্গলবার হাইকোর্টে শহিদুল আলমের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

গত ৬ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়। ওই দিনই পুলিশ তাকে আদালতে হাজির করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আসামি শহিদুল আলম তাঁর ফেসবুক টাইম লাইনের মাধ্যমে দেশি-বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কল্পনাপ্রসূত অপপ্রচার চালাচ্ছেন। এর মাধ্যমে জনসাধারণের বিভিন্ন শ্রেণিকে শ্রুতিনির্ভর (যাচাই-বাছাই ছাড়া কেবল শোনা কথা) মিথ্যা তথ্য উপস্থাপন করে উসকানি দিয়েছেন, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সরকারকে প্রশ্নবিদ্ধ ও অকার্যকররূপে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করেছেন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, আসামি শহিদুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ জনমনে ভীতি ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নের জন্য ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করেছেন।

আজকের বাজার/এমএইচ