বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
শহিদের ‘কবীর সিংয়ের’ টিজার প্রকাশ (ভিডিও)
প্রকাশিত - এপ্রিল ৯, ২০১৯ ৫:১৬ পিএম
শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘কবীর সিং’। তেলেগু ভাষার ‘অর্জুন রেড্ডি’ সিনেমার রিমেক এটি। এতে শহিদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। গতকাল সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার।
এতে দেখা যায়, কবীর সিং অর্থাৎ শহিদ কাপুর মেডিক্যাল শিক্ষার্থী। রগচটা স্বভাবের একজন মানুষ। মদ ছাড়া তার দিন কাটে না। কোথাও অ্যাকশন আবার কোথাও নেশায় বুঁদ হয়ে আছেন কবীর। তার প্রেমিকা কিয়ারা আদভানিকে একঝলক দেখা যায়।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারটি প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন শহিদ কাপুর। ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় দেবরকোন্ডা। ‘কবীর সিং’ সিনেমায় এই চরিত্রটি রূপায়নের জন্য শহিদ কাপুরই উপযুক্ত বলে মনে করেছেন শহিদ ভক্তরা।
টি সিরিজের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ। খুব শিগগির সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হবে। আগামী ২১ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.