শহিদ মিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার ২১ ফেব্রুয়ারি সকাল ১১টা ২৫ মিনিটে শহিদ মিনারে এসে ফুল দিয়ে দলটি ম্রদ্ধা নিবেদন করে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারা বন্দি থাকায় দলের নেতাকর্মীরা একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেনি।

শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাো শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বিএনপি চেয়ারপারসনকে ছাড়া এই মহান দিবস পালন করছি। মিথ্যা মামলা দিয়ে এই সরকার দেশনেত্রীকে কারাগারে রেখেছে। বিএনপি একুশের চেতনায় বিশ্বাসী বলেই আজকের দিনটি পালন করছে। এই ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য প্রক্রিয়া চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ভাইস প্রেসিডেন্ট ইনাম আহমেদ,  সিনিয়র যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী আহমেদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকসহ অনেকে।

এর আগে মঙ্গলবার বিএনপি জানায়, ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে জানাতে যাবে না তারা।

আরএম/