একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (২১ ফ্রেুয়ারি) রাত ১২টা ১টি মিনিটে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে রাত ১১টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়ির বহর শহীদ মিনারে পৌছায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একত্রে শহীদ মিনারের মূল বেদিতে ওঠে কিছুক্ষণ অপেক্ষা করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমূখ।
শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফুল দেওয়ার মাধ্যমে শুরু হল শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল কর্মসূচি। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও ফুল দেওয়া হয়। তাদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সুত্র: দ্য রিপোর্ট